রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

যশোর আইনজীবী সমিতির নেতৃত্বে মোর্তজা ও শাহীন



 যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আবু মোর্তজা ছোট ও সাধারণ সম্পাদক পদে শাহানুর আলম শাহীন নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ১০টার দিকে ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী, নির্বাচনে সভাপতি পদে আবু মোর্তজা ৩১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ইদ্রিস আলী পেয়েছেন ১৯৫ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের একাংশের প্রার্থী শাহানুর আলম শাহীন ২৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ হাসান জিউস পেয়েছেন ২২০ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গোলাম মোস্তফা মন্টু পেয়েছেন ২১ ভোট। নির্বাচনে ইদ্রিস-জিউস প্যানেলের ভরাডুবি হয়েছে। ১৩ পদের মধ্যে তারা ১১ পদে প্রার্থী দিয়ে মাত্র তিনটি পদে জয়লাভ করেছেন।

সহসভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মঞ্জুর কাদির আশিক ২৭১ ও গাজী মুহা. মাহাফুজুর রহমান ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ঐক্য ফোরামের জুলফিকার আলী জুলু ৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহকারী সম্পাদকের দুই পদে ইদ্রিস জিউস প্যানেলের আফরোজা সুলতানা রনি ২৮৪ ও ফোরামের তাহমিদ আকাশ ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে আবারো জয়লাভ করেছেন ঐক্য ফোরামের মুস্তাকিন মোস্তফা খান। 


শেয়ার করুন

0 coment rios: