মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

মানিকগঞ্জ-৩টি আসনে নৌকার প্রতিক পেলেন যাঁরা


 রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ৩০০ আসনের মধ্যে ২৯৮টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে বর্তমান সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়কে বাদ দিয়ে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুস সালাম। মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম ও মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর-সাটুরিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে মানিকগঞ্জের তিন আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করার জন্য ২৩ জন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

মানিকগঞ্জ-১এ আসনে নতুন মুখ হিসেবে এবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামকে দলের মনোনয়ন দিয়েছেন। এর আগে তিনি ২০০১ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত হয়ে নির্বাচনে অংশ নেন। তবে সেই সময় তিনি বিএনপির মনোনীত প্রার্থী প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনে কাছে পরাজিত হন। এর পর ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনেও তিনি দলে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

মানিকগঞ্জ-২

মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়ন, সিংগাইর ও হারিরামপুর উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসন। এই আসনে ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হন সৈয়দ আব্দুল মান্নান। ওই সময় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে হন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এর পর ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হন মমতাজ।

মানিকগঞ্জ-৩

মানিকগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সাটুরিয়া উপজেলা নিয়ে মানিকগঞ্জ-৩ সংসদীয় আসন গঠিত। এই আসনে দীর্ঘ ৩৫ বছর বিএনপির দখলে ছিল। তবে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন বর্তমান সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেই সময় তিনি বিএনপির প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে প্রথম এমপি পায় আওয়ামী লীগ। এর পর জাহিদ মালেককে আর দমানো যায়নি, তিনি টানা তিনবার সংসদ সদস্য হন এই আসন থেকে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী। মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে রংপুর জেলায় ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন ফরম কিনেন ৩৮ জন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।


শেয়ার করুন

0 coment rios: