মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

কুড়িগ্রামে মাদকসহ ৫ কারবারি গ্রেপ্তার


কুড়িগ্রামে গাঁজা, ফেনসিডিল, বিদেশি মদ ও ইয়াবাসহ পাঁচ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে ও রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী, নাগেশ্বরী ও রৌমারী থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ভাঙ্গামোড় এলাকার মো. তুষার হক (২১), বোয়াইলভীর গ্রামের রনজিত রায় (২৮), নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের সন্তোষপুর পাড়ার মো. মাসুদ রানা (৩৭), ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় জয়মনি গ্রামের আমির হোসেন (৪০) ও রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মির্জাপাড়া গ্রামের মো. ওবাইদুল ইসলাম (৩০)।

অভিযানে ৩৩ কেজি গাঁজা, ১০৫ বোতল ফেনসিডিল, ১২ বোতল বিদেশি মদ ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন

0 coment rios: