মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

সিরাজগঞ্জে প্রার্থীকে বরণ করতে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী নিহত


 সিরাজগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফিকে বরণ করতে যাওয়ার পথে বাসের ধাক্কায় সাগর হোসেন নামে এক কিশোর নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটায় দিকে ঢাকা-পাবনা মহাসড়ের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলী পাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন পাবনা জেলার দিলপাশার ইউনিয়নের কাজীট্রল গ্রামের গোলাম হোসেনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহী সাগর দুপুরে তার আত্মীয়-স্বজনের সঙ্গে সিরাজগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফিকে বরণ করতে পাঁচলিয়া বাজার এলাকায় যাচ্ছিলেন। একই সময়ে পাবনা থেকে সি-লাইনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-পাবনা মহাসড়ের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে সাগর হোসেনের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সাগর নিহত হয়


শেয়ার করুন

0 coment rios: